X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৩, ১০:১৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৩:২৬

মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মইন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদবেদিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করে।

পরে বিএনপির কয়েকটি অঙ্গসংগঠনের পক্ষ থেকেও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় এসব সংগঠনের নেতাকর্মীরা সরকার পতন ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

এর আগে মঈন খান সাংবাদিকদের বলেন, গণতন্ত্রের অভাবে দেশে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। লাখ লাখ লোক বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, তারা চেয়েছিল এখানে গণতন্ত্র থাকবে। পাকিস্তানিরা ভেবেছিল বুদ্ধিজীবীদের হত্যা করলে বাংলাদেশ সেভাবে গড়ে উঠতে পারবে না। তাই তারা আমাদের সবচেয়ে মূল্যবান মানুষগুলোর জীবন হরণ করেছিল। এর চেয়ে ঘৃণ্য কাজ আর হতে পারে না।

তিনি আরও বলেন, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, স্বাধীনতার ৫০ বছর পরও মানুষের কথা বলার স্বাধীনতা নেই, মানুষের ভোটের অধিকার নেই, গণতন্ত্র নেই। এখানে একদলীয় শাসনব্যবস্থা কায়েম হয়েছে। এখানে রাতে ঘরে কোনও মানুষ থাকতে পারে না, ভিন্নমতের কথা কেউ বলতে পারে না। সবাইকে বাকশালের কথা বলতে হবে। এ কথা যারা না বলে, তারা তাদের ধরে নিয়ে যাচ্ছে। এখানে মানুষ গুম হচ্ছে, রাজনৈতিক বিরোধীদের হত্যা করা হচ্ছে।

ক্ষমতায় যাওয়ার জন্য নয় উল্লেখ করে মইন খান বলেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে একটি উদ্দেশ্য নিয়েই সংগ্রাম করছি। এটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আজ সত্য উপলব্ধি করেছে বলেই কোটি কোটি লোক নেমে এসেছে। তারা বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করেছে। এই সরকারের নৈতিক পরাজয় ইতোমধ্যে হয়ে গিয়েছে।

এর আগে এর আগে সকাল ৭টা ১ মিনিটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলে দলে যোগ দেয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাদের দলীয় স্লোগান দিয়ে মিছিল নিয়ে আসতে থাকে।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
সর্বশেষ খবর
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে