আন্দোলন দমন করতে সরকার নানা কৌশল হাতে নিয়েছে: নুর

গণ-অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‌‘বিরোধী ৫৪ দল আমাদের রাজপথের সহযোদ্ধা। আমাদের মাঝে ফাটল ধরাতে সরকার পরিকল্পিতভাবে সন্দেহ তৈরি করছে। সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন দমন করার জন্য নানা অপকৌশল হাতে নিয়েছে। তাই সবাইকে বলবো, সরকারের ফাঁদে পা দেবেন না। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।’

শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিদ্যুৎ-তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণ-অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকার মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও বাস্তবে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কাজ করছে মন্তব্য করে নুর বলেন, ‘আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দিলে বইমেলা বর্জন করা হবে। আদর্শ প্রকাশনীকে বইমেলায় স্টল বরাদ্দ না দিয়ে একুশে বইমেলাকে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে।’

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা হয়রানি, হামলা-মামলার শিকার হচ্ছে। এসব থেকে সাধারণ মানুষও রেহাই পাচ্ছে না। বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে জনগণকে সঙ্গে নিয়ে গণ-আন্দোলন গড়ে তোলা হবে।’

গণ-অধিকার পরিষদের ঢাকা দক্ষিণের আহ্বায়ক ড. মালেক ফরাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব ঈসমাইল হোসেন বন্ধনের সঞ্চালনায় বক্তব্য দেন গণ-অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, মাহফুজুর রহমান খান প্রমুখ।