বাজেটে জনগণের পকেট কাটার ব্যবস্থা করা হয়েছে: জাতীয় মুক্তি কাউন্সিল

জাতীয় সংসদের চলতি অধিবেশনে পেশকৃত ২০২৩-২৫ অর্থ বাজেটের ওপর প্রতিক্রিয়ায় জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম বলেন, পদে পদে ভ্যাট ও করের জাল বিছিয়ে পেশকৃত বাজেটে জনগণের পকেট কাটার ব্যবস্থা করা হয়েছে। সাধারণ জনগণের জীবনযাত্রাকে স্বস্তিকর করার লক্ষ্য নেই এই বাজেটে।

শুক্রবার (২ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বাজেট প্রতিক্রিয়ায় ফয়জুল হাকিম এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, ‘চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির বর্তমান পরিস্থিতিতে পেশকৃত বাজেট মূল্যবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে। সাধারণ জনগণের দুর্দশা ও দুর্ভোগ বৃদ্ধি পাবে।’

এতে উল্লেখ করা হয়, ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য পেশকৃত বাজেটে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা ব্যয়ের যে হিসাব দেখানো হয়েছে, তার বড় অংশই ব্যয় হবে মন্ত্রী-এমপি, সামরিক-বেসামরিক আমলাদের বেতন, আরাম-আয়েশ-বিলাসে। মূল্যস্ফীতির লাগামহীন চাপে সাধারণ জনগণের জীবনযাত্রা ব্যয় যেখানে প্রতিনিয়ত বেড়েই চলেছে সেখানে এই বাজেটে নিত্যপণ্যের ওপর করারোপ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করবে।