সরকার পতনের দাবিতে ১৫ জুলাই চরমোনাই পীরের সমাবেশ

সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে  সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ১৫ জুলাই ঢাকায় সমাবেশ করবে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে। জানমালের নিরাপত্তা নেই। অবৈধ সরকারের পতন ঘটিয়ে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। দলীয় সরকারের অধীনে কোনও নির্বাচন  দেশবাসী মানবে না।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পতনের একদফা দাবি ও কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত ‘যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের ১ দফা যৌথ ঘোষণার সমাবেশ’-এ এই দাবি ও কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৮ জুলাই মঙ্গলবার ঢাকা মহানগরীসহ সারা দেশে মহানগরী ও জেলা পর্যায়ে পদযাত্রা।

নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ চলমান রাজনৈতিক সংকট নিরসনে ৮ দফা দাবি আদায়ে বৃহস্পতিবার থেকে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ শুরু করতে যাচ্ছে খেলাফত মজলিস। ১৩ জুলাই রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে প্রথম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে দলটির।