সমাবেশ-বিক্ষোভ করেছে ১২ দলীয় ও সমমনা জোট

সরকার পতনের এক দফা দাবিতে ‘মহাসমাবেশ’ কর্মসূচি পালন করেছে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট। শুক্রবার (২৮ জুলাই) বিকালে পৃথক-পৃথকভাবে উভয় জোট সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে।

১২ দলীয় জোটের অন্যতম নেতা শাহাদাত হোসেন সেলিম জানান, শুক্রবার দুপুর থেকেই বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে সমাবেশ করা হয়। সমাবেশে জোটের নেতা মোস্তাফা জামাল হায়দার, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, সৈয়দ এহসানুল হুদা, শাহাদাত হোসেন সেলিম, মহিউদ্দিন ইকরামসহ অনেকে বক্তব্য দেন।

সমাবেশ শেষে ১২ দলীয় জোটের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিজয়নগর থেকে নাইটিঙ্গেলের মোড় ঘুরে আবার বিজয়নগরে এসে শেষ হয়। সমাবেশে নেতারা অনতিবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানান। 

মিছিলের সময় আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিএনপির নেতাকর্মীরাও হাততালি দিয়ে ১২ দলীয় জোটের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

এর আগে, শুক্রবার দুপুরে যুগপৎ আন্দোলনের অভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বিজয়নগর আল-রাজি কমপ্লেক্সের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী সমমনা জোট। জোটের প্রধান সমন্নয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ সমাবেশে বলেন, ‘এ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এটি বিএনপির দাবি নয়, গণমানুষের দাবি। সকল গুম-খুনের বিচার করতে হবে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন দিতে হবে।’

১২ দলীয় ও সমমনাদের সমাবেশ

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর এলাকা ঘুরে আবার পুরানা পল্টনে শেষ হয়। এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান ও গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী প্রমুখ।