বিএনপি-বিরোধী দলের কর্মসূচির ওপর হামলা মোটেও সুখকর হবে না: সিপিবি

রাজধানীতে বিএনপিসহ অন্যান্য বিরোধী দলের কর্মসূচিতে পুলিশ ও সরকারি দলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিপিবি। শনিবার (২৯ জুলাই) দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বলেন, ‘সরকারের এ আচরণ নতুন করে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করবে, যা দেশের ও দেশের মানুষের জন্য মোটেও সুখকর হবে না, বরং নানা ধরনের শক্তির অপতৎপরতার সুযোগ তৈরি করবে।’

বিবৃতিতে তারা গ্রেফতারকৃত নেতাকর্মীর মুক্তির দাবি করেন।

বিবৃতিতে সিপিবির নেতারা বলেন, ‘দেশে বিরোধী দল প্রয়োজনে সরকারের নীতিবিরোধী কর্মসূচি পালন করবে। এটাই স্বাভাবিক, কিন্তু সেই কর্মসূচিতে পুলিশ ও সরকারি দলের নামধারীদের হামলা ও বাধা দেওয়া সরকারের ফ্যাসিবাদী রূপের বহিঃপ্রকাশ।’

এতে বলা হয়, ‘দলীয় সরকারের অধীনে নয়, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এখন জনগণের প্রাণের দাবি। সেই দাবিকে আমলে না নিয়ে উপরন্তু সরকার হামলা-মামলা করে আন্দোলন দমনের ন্যাক্কারজনক পথ বেছে নিয়েছে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তদারকি সরকারের অধীনে অনুষ্ঠানের ঘোষণা, ওই নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা এবং অন্যান্য প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান নেতারা।

বিবৃতিতে আরও বলা হয়, ‘দলীয় সরকারের অধীনে প্রহসনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের যেকোনও চেষ্টা জনগণ প্রতিহত করবে।’ বিবৃতিতে তারা অবিলম্বে সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের দাবি জানান।