সাইবার সিকিউরিটি আইন ‘নতুন বোতলে পুরনো মদ’: বাসদ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে ‘সাইবার সিকিউরিটি আইন ২০২৩’ প্রণয়ন জনগণের সঙ্গে চরম প্রতারণা। এই আইন বর্তমান আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনকে দীর্ঘায়িত করার নীল নকশা এবং এটা ‘নতুন বোতলে পুরনো মদ’ চালানোর হীন প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।

মঙ্গলবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বজলুর রশীদ ফিরোজ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের কোনও ধারাই বাতিল করা হয়নি। ডিজিটাল নিরাপত্তা আইনের সব ধারাই সাইবার সিকিউরিটি আইনে তো থাকছেই, উপরন্তু প্রস্তাবিত নতুন আইনে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। যা বিভিন্ন  শ্রেণি-পেশার মানুষদের হয়রানি এবং বিরোধী মত দমনে, মুক্ত চিন্তা ও মত প্রকাশকে বাধাগ্রস্ত করবে।’

বিবৃতিতে তিনি ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ এর নাম বদল করে ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩’ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, দেশবাসী নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনের সংস্কার নয় পুরোটা বাতিল চায়। তাই টালবাহানা না করে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব কালাকানুন বাতিলের জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।