গণমিছিল করেছে যুগপতে যুক্ত বিরোধী দলগুলো

বিএনপির সঙ্গে চলমান সরকার পতনের দাবিতে গণমিছিল কর্মসূচি পালন করেছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, এনডিএম ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর পৃথক পৃথক এলাকায় এই দল ও জোটগুলো কর্মসূচি পালন করে।

গণফোরাম চত্বরে থেকে আরামবাগ-ফকিরাপুল-নয়াপল্টন-কাকরাইল-বিজয়নগর-বক্স কালভার্ট রোড পর্যন্ত গণমিছিল কর্মসূচি পালন করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

গণমিছিলের আগে গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, জনগণের মুক্তির একমাত্র উপায় কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পদত্যাগের ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার করা।

বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী বলেন, এই সরকার জনগণকে সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে। জনগণ এই সরকারের ভাঁওতাবাজি আর বিশ্বাস করে না।

শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে গণমিছিল হয়।

নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার আশা বিএনপি ও যুগপতের

এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি ও যুগপতের শরিকরা জনগণের ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। তখন বেগম খালেদা জিয়া আবার দেশের প্রধানমন্ত্রী হবেন। আর ওই নির্বাচনে আওয়ামী লীগ সর্বোচ্চ ২০ থেকে ২৫টি সিট পেতে পারে।

এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় গণমিছিলপূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মওলা চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহ আলম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডল, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. ফখরুজ্জামান প্রমুখ।

শুক্রবার রাজধানীর মালিবাগ মোড় থেকে গণমিছিল শুরু করে এনডিএম। দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, আগামী সপ্তাহে ব্রিকস সম্মেলনে বাংলাদেশ যোগ দিতে না পারার মাধ্যমে সরকারের আরেকটি কূটনৈতিক পরাজয় হয়েছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থাগুলো আরও স্যাংশানের আহ্বান জানিয়েছে৷ এর মধ্যেই শুরু হচ্ছে বিপুল অঙ্কের বৈদেশিক ঋণ পরিশোধের কিস্তি৷ অথচ দেশের রিজার্ভ তলানিতে। জলাবদ্ধতায় চট্টগ্রাম শহর যেমন ডুবছে, একইভাবে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ইমেজ সেভাবে ডুবেছে।

গণমিছিলে আরও উপস্থিত ছিলেন এনডিএমের ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান, যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরাসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্ব।