মির্জা ফখরুলের মুক্তি দাবি রবের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তিসহ ৫ দফা দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি করেন দলটির শীর্ষ দুই নেতা।

বিবৃতিতে বলা হয়, ২৮ অক্টোবর যুগপৎ আন্দোলনের শান্তিপূর্ণ সমাবেশকে পূর্ব পরিকল্পিতভাবে এবং হিংস্র রূপে বানচাল করে সরকার দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে দিয়ে গণঅভ্যুত্থানকে স্তব্ধ করার অপপ্রয়াসে লিপ্ত।

বিবৃতিতে আরও বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার অহিংস রাজনীতিকে দৃশ্য থেকে অপসারিত করে সংঘাতের উসকানি দিয়ে রাষ্ট্রীয় রাজনীতির বিদ্যমান সংকটকে আরও ঘনীভূত করছে। রাজনীতির মূল প্রশ্ন পাশ কাটিয়ে বল প্রয়োগ এবং সহিংসতার মাধ্যমে আরেকটা একতরফা নির্বাচনের নীল নকশা বাস্তবায়ন হবে।’

এছাড়া বিবৃতিতে নির্দলীয় নিরেপক্ষ নির্বাচনসহ ৫ দফা দাবি করা হয়।