X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দেওয়া হত্যার শামিল: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৩, ১৯:৫৯আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৯:৫৯

সব জেনেশুনে খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দেওয়া জেনেশুনে হত্যার শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

মঙ্গলবার (৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয়ের মুখে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রব বলেন, গণতন্ত্র মঞ্চের নেতারা কিছুদিন আগে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলাম। ২২ বছর পর তাকে দেখলাম, তাকে দেখে মনে হলো তিনি অর্ধমৃত৷ এ সরকারের নেতাদের বলি, যদি মানুষের হৃদয় থাকে, তবে তার চিকিৎসার সুযোগ দিন। তার লিভার ও কিডনি নষ্ট হয়ে গেছে৷ এত কিছু জেনেশুনেও তাকে চিকিৎসার সুযোগ না দেওয়া হত্যার শামিল।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার (৪ অক্টোবর) দেশে ফেরার পরে জনগণের ওপর নানা দুর্ভোগ নেমে আসতে পারে। প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। আওয়ামী লীগের চামচারা বিমানবন্দর সড়কে সংবর্ধনার আয়োজন করেছিল। প্রধানমন্ত্রী বলেছেন, জনদুর্ভোগ হয় এমন কোনও আয়োজনের দরকার নেই৷ কালকে উনি আসবেন, আসার পর তিনি কোন সার্কাস দেখান, তা দেখার অপেক্ষায় আছি।

অক্টোবরের মধ্যে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, অক্টোবরের মধ্যে পদত্যাগ করুন, নয়তো ইউ উইল সি। আমরা চূড়ান্ত আন্দোলন শুরু করবো।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, যখন একটি সরকারের নৈতিক কোনও অবস্থান থাকে না, কোনও বৈধতা থাকে না, তখন তারা দমনমূলক সংস্থার ওপর নির্ভর করে। ডিএমপি কমিশনার এমন ভাষায় কথা বলছেন, তা আমরা সরকারের দুই মন্ত্রীর কথায় শুনি। তারা যে ভাষায় কথা বলেন, ধমক দেন, গতকালকে ডিএমপি কমিশনার সে ভাষায় কথা বলেছেন। তিনি যেটা করেছেন, তা পেশাগত দায়িত্বের বাইরে এসে বলেছেন। তিনি এই কর্তৃত্ববাদী সরকারকে কেবল দীর্ঘায়িত করতে চান।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এ সরকারের অর্থনীতির মোদ্দাকথা হলো সম্পদ লুটপাট করা এবং ক্ষমতা ব্যবহার করে লুটের টাকা বিদেশে পাচার করা। সে লুটপাট বড় বড় প্রকল্পে আড়াল করে রাখেন। অর্থনীতির ধস ঠেকানোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, তা সরকার নিচ্ছে না৷

তিনি বলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান গতকাল সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন, রাজনৈতিক দলগুলো কর্মসূচি আয়োজন করতে গেলে পুলিশের পূর্বানুমতির প্রয়োজন হবে।

আলোচনা সভায় এখন থেকে জেএসডি সভাপতি আ স ম আবদুর রবকে গণতন্ত্র মঞ্চের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গণতন্ত্র মঞ্চের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আলোচনা সভায় এ ঘোষণা দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল কায়সার।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন প্রমুখ।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন: ডা. জাহিদ
খালেদা জিয়ার দেশে ফেরা: বিমানবন্দর সড়কে তীব্র যানজট
খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত: জিএম কাদের
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ