অবরোধের সমর্থনে রাজধানীতে এলডিপির মিছিল

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।

সোমবার (২৭ নভেম্বর) রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে ফের নাইটিঙ্গেল মোড়ে এসে মিছিলটি শেষ হয়।

মিছিল-পূর্ব সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির বলেন, ‘বিজয় না হওয়া পর্যন্ত একদফার আন্দোলন চলতেই থাকবে। আমাদের এ আন্দোলন আদর্শের, জনগণের ন্যায়সঙ্গত, বিবেকবান মানুষের বেড়ে ওঠা বিকশিত হওয়ার আন্দোলন। যারা গণতন্ত্র, মানুষের স্বাধীনতা, নাগরিক স্বাধীনতায় সমর্থন দেবেন— তাদের প্রত্যেককেই এ গণতান্ত্রিক আন্দোলনে শরিক হতে হবে।’

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন— এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন-বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম প্রমুখ।