জাতীয় কমিটির সভার তারিখ জানালো জাসদ

আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) ঢাকায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলটির ২ দিনব্যাপী জাতীয় কমিটির সভা আহ্বান করা হয়েছে। দুইদিনব্যাপী এই সভা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, জাতীয় কমিটির এই সভায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সকল সদস্য, জেলা/মহানগর কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা এবং বিশেষ আমন্ত্রণে জাসদের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্যরা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাসদ মনোনীত দলীয় প্রার্থীরা অংশ নেবেন। সভায় সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি হাসানুল হক ইনু।

তিনি জানান, দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার সংশ্লিষ্ট সকল নেতাদেরকে সভায় প্রস্তুতিসহ যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।