ভারতীয় পণ্য বয়কটে গণঅধিকার পরিষদের র‌্যালি

ডামি সংসদ বাতিল এবং ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানিয়ে র‍্যালি ও লিফলেট বিতরণ করেছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাব থেকে কালভার্ট রোড হয়ে পুরানা পল্টন মোড় ও বায়তুল মোকাররম এলাকায় লিফলেট বিতরণ ও র‍্যালি করেন দলটির নেতারা।

র‌্যালি শুরুর আগে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কনেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, ‘আগামী ঈদ হবে দেশ জনগণের ঈদ। এই ঈদে আমরা কেউ ভারতীয় পণ্য ব্যবহার করবো না।’

তিনি আরও বলেন, ‘ভারত আমাদের অক্টোপাসের মতো চুষে খাচ্ছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা ছাড়া বাংলাদেশের জনগণের মুক্তির আর কোনও পথ নেই। আমরা গণঅধিকার পরিষদ ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছি। ইতোমধ্যে আমাদের ডাকে জনগণ ব্যপকভাবে সাড়া দিচ্ছে। আমরা এই আন্দোলন দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।’

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, ‘দেশের জনগণের মুক্তির পথ এখন একটাই। ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। বাংলাদেশের কোনও রাজনৈতিক দল এই আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় না। আমরা গণঅধিকার পরিষদ সাহস নিয়ে রাজপথে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছি, লিফলেট বিতরণ করছি।’

র‌্যালিতে আরও ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, আতাউল্লাহ, যুবনেতা সাকিব হোসাইন প্রমুখ।