ওয়ার্কার্স পার্টির অভিযোগ

‘ইসির সিদ্ধান্তে কেবল বিত্তবানরাই উপজেলা নির্বাচন করবে’

উপজেলা নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বলছে, কমিশনের গৃহীত সিদ্ধান্তে কেবল বিত্তবানরাই নির্বাচন করতে পারবে, অন্য কেউ না।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টির নির্বাচন কমিটির সভায় উপজেলা নির্বাচন সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পর্যালোচনা করা হয়।  এতে বলা হয়, ‘যেখানে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত ২০ হাজার টাকা, সেখানে উপজেলা নির্বাচনে চেয়ারম্যানের জামানত এক লাখ টাকা ও ভাইস চেয়ারম্যান জামানত ৭৫ হাজার টাকা নির্ধারণ করা কেবল অযৌক্তিকই নয়, উদ্দেশ্যপ্রণোদিত।’

‘কেবল আইন নয়, রঙিল পোস্টার অনুমোদনের মধ্যে দিয়ে নির্বাচন কমিশন ব্যয় বাড়ানোর ব্যবস্থা করেছে। এর মধ্যে দিয়ে সাধারণ মানুষকে নির্বাচনে অংশগ্রহণে অনুৎসাহিত করা হবে। কেবল বিত্তশালীরই নির্বাচনে অংশ নিতে পারবে।’

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়—  সভায় বলা হয়েছে, ‘উপজেলা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্বপূর্ণ ধাপ। এই নির্বাচনে জনগণ সাধারণভাবে উৎসাহী থাকে এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে। সেখানে উপজেলা পরিষদকে জনগণের নাগালের বাইরে নিয়ে যাওয়া হলো।’

উপজেলা নির্বাচনের আচরণবিধি সম্পর্কে অন্যান্য সিদ্ধান্ত গুলোকে কেবল কথার কথা হিসেবে বলা হয়েছে সভায় । জাতীয় সংসদ নির্বাচনে এ ধরনের আচরণবিধি থাকলেও তার কার্যকারিতা ছিল না, বলে দাবি করে ওয়ার্কার্স পার্টি। 

সভায় উপস্থিত ছিলেন— আনিছুর রহমান মল্লিক, মাহমুদুল হাসান মানিক, কামরুল আহসান, আলী আহমেদ এনামুল হক এমরান, তপন দত্ত চৌধুরী প্রমুখ।‘