নতুন নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে দিন: নুর

নতুন নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার-গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচনে ৯৫ শতাংশ মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকালে গ্যাস-বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাস করাসহ ৫ দফা দাবিতে ঢাকা মহানগর গণঅধিকার পরিষদের গণসমাবেশ বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, সিন্ডিকেটের কারণে বাজারে জিনিসপত্রের দাম বাড়ে। সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। কারণ সিন্ডিকেটের হোতারা সরকার চালায়। সমন্বয়ের নামে জনগণের পকেট কাটতে সরকার গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বাড়াচ্ছে।

আন্দোলনের কৌশলে ভুল হয়েছে উল্লেখ্য করে নুর বলেন, আন্দোলনের কৌশলে হয়তো আমাদের কোনও একটা ভুল হয়েছে। আমরা হারিনি, জনগণ আপনাদের সাথে আছে। ৯৫ শতাংশ মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। সরকারকে বলবো, অনতিবিলম্বে নতুন নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার-গণতন্ত্র ফিরিয়ে দিতে দিন।

সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, ৭ জানুয়ারি সরকার জনগণের সাথে প্রতারণা করে নির্বাচন করেছে। কিন্তু জনগণ ভোট প্রত্যাখ্যান করে গণভোটে রায় দিয়েছে, তারা এই সরকারকে আর চায় না।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, ফাতিমা তাসনিম, সহসভাপতি বিপ্লব কুমার পোদ্দার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সহসভাপতি রাকিবুল হাসান, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিলন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন প্রমুখ।