নতুন কর্মসূচি নিয়ে রাজপথে নামতে হবে: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে নতুন কর্মসূচি নিয়ে রাজপথে নামতে হবে।

শুক্রবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনের উপর দখলদার ইসরায়েলের চলমান বর্বরতার বিরুদ্ধে গণঅধিকার পরিষদ আয়োজিত জাতীয় সংহতি সমাবেশে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের শাসকগোষ্ঠী ভণ্ডামি করছে মন্তব্য করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, সেটা নিয়ে সারা পশ্চিমা বিশ্বে তোলপাড়। ইউক্রেনের জন্য তাদের হৃদয় জ্বলে। কিন্তু ফিলিস্তিনে হামলা চালিয়ে তাদের বাড়ি-ঘর হাসপাতাল ধুলোয় মিশিয়ে দিচ্ছে এতে তাদের হৃদয় কাঁদে না। বরং তারা ইসরায়েলের পক্ষ নিচ্ছে। এটা তাদের ভণ্ডামি, ধোঁকাবাজি, প্রতারণা। এই একই ভণ্ডামি, ধোঁকাবাজি, প্রতারণা করছে বাংলাদেশের শাসকগোষ্ঠী। 

এসময় জাতীয় সংহতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাগপা'র সহ-সভাপতি রাশেদ প্রধান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।