বাংলা ট্রিবিউনে প্রতিবেদন, শিবিরের প্রতিবাদ

মঙ্গলবার (২ এপ্রিল) বাংলা ট্রিবিউনে ‘ক্যাম্পাসে ক্যাম্পাসে ইফতারের আড়ালে সক্রিয় হচ্ছে শিবির?’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ’র পাঠানো বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ‘অবৈধ সরকারের ইসলামবিদ্বেষী অপতৎপরতা আড়াল করতেই উদ্দেশ্যমূলকভাবে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘ইফতারকে কেন্দ্র করে ক্যাম্পাসে সক্রিয় হচ্ছে ছাত্রশিবির। মাহে রমজান উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা, ফুডপ্যাক বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কাজকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা বলতে চাই, শুধু মাহে রমজান নয়, বরং ছাত্রশিবির সব সময় সর্বত্র সক্রিয় ছিল, আছে এবং থাকবে।’