শুক্রবার সারা দেশে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন

ফিলিস্তিনে অব্যাহত ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে ইসলামী আন্দোলন আগামীকাল শুক্রবার (১৭ মে) সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করবে।

ইতোমধ্যে সারা দেশের জেলা ও মহানগর শাখাগুলো প্রস্তুতি গ্রহণ করেছে।

এর আগে গত ১০ মে ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে দলের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন।

আগামী ৩১ মে দলের আমির পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ঢাকায় গণমিছিলের সিদ্ধান্ত রয়েছে দলের।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ এক বিবৃতিতে শুক্রবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি সফলের আহ্বান জানিয়েছেন।