এবি পার্টির নিবন্ধন দিলো ইসি, প্রতীক ঈগল

উচ্চ আদালতের আদেশে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দলটির নিবন্ধন নম্বর ৫০। দলটির প্রতীক নির্ধারণ করা হয়েছে ঈগল। নির্বাচন কমিশনের সচিব শফিউল আজমের সই করা এক প্রজ্ঞাপনে বুধবার (২১ আগস্ট) এ দলটিকে নিবন্ধন দেওয়া হয়েছে।

হাইকোর্ট বিভাগের রিটের (নম্বর ১০৯১৭/২০২৩) সূত্র ধরে মঙ্গলবার (১৯ আগস্ট) দেওয়া রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে দ্য রিপ্রেজেনটেশন অব দ্য পিপল অর্ডার ১৯৭২ চ্যাপ্টার ভিআইএ-এর বিধান অনুযায়ী দলটিকে নিবন্ধন দেওয়া হয়েছে। দলটির প্রধান কার্যালয় সায়হাম স্কাই ভিউ টাওয়ার, চতুর্থ তলা, ৪৫ বিজয় নগর রোড, ঢাকা।