বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের অদম্য সাহসী মানুষেরাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমাদের হার না মানা এই মানুষেরাই প্রাকৃতিক ও রাজনৈতিক সব বাধা মোকাবিলা করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, আমাদের সভ্যতা ও সম্ভাবনা এগিয়ে নিয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের মান্দারী অঞ্চলসহ মান্দারী উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে গিয়ে তিনি এসব বক্তব্য রাখেন।
সাইফুল হক বলেন, ‘বন্যাপীড়িতদের রক্ষায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনায় এবারকার গণউদ্যোগ ছিল অসাধারণ।’
তিনি বলেন, ‘বাংলাদেশে এবারকার অস্বাভাবিক বন্যার দায় ভারতের এড়িয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। দিল্লি আর কলকাতায় বেনারসী শাড়ি আর ইলিশ মাছ পাঠানোর কূটনীতি দিয়ে পানির ন্যায্য হিস্যা যেমন আদায় করা যাবে না, তেমনই দ্বিপাক্ষিক সমস্যারও সমাধান করা যাবে না।’
তিনি স্বাধীন জাতি রাষ্ট্র হিসেবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে পানিসহ সব দ্বিপাক্ষিক সমস্যার সমাধানে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
সাইফুল হক বলেন, ‘জলাবদ্ধতার কারণেও বন্যা প্রলম্বিত হচ্ছে।’
এসময় আরও উপস্থিত ছিলেন— পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট ফায়েজুর রহমান মুনির, বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় নেতা বিপ্লব হোসেন খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির লক্ষ্মীপুর জেলা শাখার সংগঠক অ্যাডভোকেট মাহবুবুর রহমান টিপু, শ্রমিক নেতা শফিকুর রহমান, মামুনুর রশীদ প্রমুখ।