দুর্নীতির অর্থ গণমুখী বিনিয়োগে আনার আহ্বান গণতন্ত্র মঞ্চের

গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বৈঠক করেছে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠনের নেতারা। সভায় দুর্নীতির মাধ্যমে অর্জিত সব অবৈধ অর্থ উদ্ধার করে গণমুখী বিনিয়োগের ব্যবস্থা করতে প্রয়োজনীয় আইন, কমিশন বাস্তবায়ন ও পদক্ষেপ নিয়ে কথা বলেন তারা।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ. ব. ম. মোস্তফা আমীন প্রস্তাবিত ‘অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা’ গঠনের লক্ষ্যে প্রণীত আইনের খসড়া উপস্থাপন করেন।

এ জন্য সংস্থা, কমিটি গঠন, আইনের পরিধি, উদ্ধার করা অর্থ বিনিয়োগ করার ক্ষেত্র এবং অন্যান্য বিষয়াদি নিয়ে কথা বলেন তিনি।

গণতন্ত্র মঞ্চের নেতারা প্রস্তাবিত খসড়া আইনের নানাদিক আলোচনা করেন। তারা বলেন, সরকার ও জনগণের অর্থ নানাভাবে অবৈধ পথে যারা আয় করেছে, তা উদ্ধারকল্পে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি তথা জনসাধারণের জন্য কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তাদের জন্য সুদমুক্ত ঋণ প্রদান, সেবাখাত তৈরি প্রস্তাবনা বাস্তবায়ন সম্ভব হলে, তা দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবে।

‘অহিংস গণঅভ্যুত্থান’ এর মুখপাত্র আবুল বাশার বলেন, তারা বর্তমান সরকারকে এই আইনের খসড়া প্রদান করেছেন। এই আইন প্রতিষ্ঠায় জনগণের আকাঙ্ক্ষা সরকার ও দেশের মানুষের সামনে হাজির করতে আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকার শাহবাগে জনসমাবেশের ডাক দিয়েছেন তারা।

জনগণের অধিকার আদায়ে, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে আগামী দিনে গণতন্ত্র মঞ্চ ও অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ-এর নেতারা আরও আলোচনা ও কাজের ক্ষেত্র তৈরি করবে বলে সভায় জানানো হয়।

সভায় আলোচনায় অংশগ্রহণ করেন— নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি'র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য বাচ্চু ভুইয়া, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক এস এম এ কবীর হাসান, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের নেতা মো. মাহবুবুল আলম চৌধুরী, অ্যাডভোকেট জিয়া উর রহমান প্রমুখ নেতা।