মোহাম্মদপুরে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইনের ঈদ শুভেচ্ছা

রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে রায়ের বাজার জুলাই শহিদদের গণকবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন। 

সোমবার (৩১ মার্চ) সেখানে শহীদ সৈকত, শহীদ শাহরিয়ার এবং আহত পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

পরে তিনি মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পসহ বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সুখ-দুঃখের খোঁজ খবর নেন এবং সব সময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির সংগঠক এম এম শোয়াইবসহ কেন্দ্রীয় নেতারা।