গণহত্যার বিচার ও আ. লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ আজ

গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২ মে) বিকাল ৩টায় রাজধানীতে  গুলিস্তানে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির ঢাকা মহানগর শাখা এ আয়োজন করবে। এতে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেবেন।

আওয়ামী লীগের বিচারের দাবিতে গত ১ এপ্রিল থেকে রাজধানীর থানায় থানায় মশাল মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। এছাড়া  কেন্দ্রীয় নেতারা গত কয়েকদিন বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মধ্যে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।

বৃহস্পতিবার (১ মে) এক ভিডিও বার্তায় ঢাকাবসীকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।