রাজনৈতিক দলের বৈশিষ্ট্য আ.লীগের নেই: হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, রাজনৈতিক দল হওয়ার মতো কোনও বৈশিষ্ট্য আওয়ামী লীগের নেই। দলটির রাজনীতি এখনও নিষিদ্ধ না করা তামাশার শামিল। আগামীতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নেবে জনগণ। দলটিকে নিষিদ্ধের জন্য প্রয়োজনে আমরা আবার রাজপথে নামবো।

শুক্রবার (২ মে) বিকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এনসিপির বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এনসিপির ঢাকা মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করে। এতে ঢাকার প্রতিটি ওয়ার্ড ও আশপাশের জেলাগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন ছাড়াও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

হান্নান বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গত ১৭ বছর গুম-খুনের রাজত্ব কায়েম করেছে। ২০২৪ সালে গণহত্যায় নেতৃত্ব দিয়েছে। তিনটি জাতীয় নির্বাচন একতরফা করেছে। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধে কোনও আপস নেই।

তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতসহ প্রতিটি রাজনৈতিক দলকে আওয়ামী লীগের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।