আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি ও নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের (জেপিবি) সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
শুক্রবার (৯ মে) লন্ডন থেকে এক ভিডিও বার্তায় নিজের অবস্থানের কথা জানান তিনি।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘পারিবারিক প্রয়োজনে বর্তমানে আমি লন্ডনে অবস্থান করায় সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করতে পারিনি। তাই ভিডিও বার্তায় পূর্ণ সমর্থন জানাচ্ছি।’
তিনি বলেন, ‘২৪ এর চেতনাকে আমরা হৃদয়ে ধারণ করি। তাই কোনও ফ্যাসিস্টকে মেনে নেওয়া হবে না। দেশে ফিরে আন্দোলনকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবো।’
তিনি জানান, জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন ও মহাসচিব শওকত মাহমুদ দলের অন্যান্য নেতাদের নিয়ে ছাত্র-জনতার পাশে রয়েছেন।
জনতার পার্টি বাংলাদেশের সমন্বয়ক নূরুল কাদের সোহেল বলেন, ‘আমাদের অবস্থান ফ্যাসীবাদের বিপক্ষে। দলীয় সভাপতির নির্দেশে আমাদের নেতাকর্মীরা আন্দোলনকারীদের পাশে রয়েছেন।’