বায়তুল মোকাররম থেকে যমুনার পথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুম্মার নামাজ আদায় শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার উদ্দেশে রওনা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

শুক্রবার (৯ মে) দুপুর ২টার দিকে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শতাধিক নেতাকর্মী নিয়ে এই যাত্রা শুরু করে ইসলামী আন্দোলন।

ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মিছিল

এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। একইসঙ্গে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে একটি হত্যাকারী দল হিসেবে স্বীকৃতি দিতে তাদের চিরতরে নিষিদ্ধ করার আহ্বান জানান।

বিক্ষোভকারীরা বলেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। একইসঙ্গে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত যমুনার সামনে অবস্থানের কথা জানান ইসলামী আন্দোলনের নেতারা।