আ.লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে এনসিপির মিষ্টি বিতরণ

আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী  সংগঠনের নেতাকর্মীদের বিচার না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টায় রাজধানীর বাংলামোটর মোড়ে এ কর্মসূচি পালন করে এনসিপির নেতাকর্মীরা। এ উপলক্ষে সংবাদ সম্মেলনও করে দলটি।

496512305_557130304113421_211006780191971262_nএ সময় উপস্থিত ছিলেন— এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র সদস্য সচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

উপস্থিত এনসিপির নেতাকর্মী, ছাত্র-জনতা ও সাংবাদিকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

496512450_559291906875829_5845489307900300348_nএর আগে ‘এই মুহূর্তে খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো’সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই ঘোষণাপত্র ৩০ দিনের মধ্যে দিতে হবে। এ নিয়ে কোনও টালবাহানা করলে আমরা যমুনার সামনে বসে থাকবো না, ভেতরে যেতে বাধ্য হবো।

496512020_2154538814993100_1546795322798654954_nতিনি বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মাদের হুঁশিয়ার করতে চাই, অবশ্যই আপনাকে মুজিববাদ আদর্শ ছেড়ে জনগণের কাতারে নেমে আসতে হবে।

অন্যথায় বাংলাদেশের মানুষ সচিবালয়ে গিয়ে আপনাকে টেনেহিঁচড়ে চেয়ার থেকে নামাতে বাধ্য করবে। বর্তমান ট্রাইব্যুনালের সংস্কার এবং আরেকটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার জন্য সরকারকে অনুরোধ করেন তিনি।