এনসিপির যুবসংগঠন ‘জাতীয় যুবশক্তির’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে মানুষের ঢল

রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। এতে মানুষের ঢল নেমেছে।

শুক্রবার (১৬ মে) বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শুরুতে প্রজেক্টরের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়া দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদসহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে বক্তব্য রাখবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুশফিক উস সালেহীনসহ কেন্দ্রীয় নেতারা।