জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দেশের মানুষ আওয়ামী লীগের পুনর্বাসন চায় না। দলটিকে আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে দেশ-বিদেশের একটি গোষ্ঠী এটি মেনে নিতে পারেনি। এখন সময় তাদের মতাদর্শগতভাবে দূরে রাখার।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সারা দেশ থেকে যুবশক্তির কর্মী ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধারাও অংশগ্রহণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, যুগ্ম সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম, যুবশক্তি নেতা শাকিল আহমেদ ইকবাল ও কাজী আয়েশা আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
আখতার বলেন, বর্তমানে দেশে ক্রান্তিকাল চলছে। ফ্যাসিবাদী শক্তি নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাই মতাদর্শগত বিরোধ থাকলেও ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও দেশে এখনও ফ্যাসিবাদী ব্যবস্থা ও সংবিধান বিরাজমান। দেশকে সাংবিধানিক কাঠামোয় ফ্যাসিবাদমুক্ত করতে হলে নতুন সংবিধানের বিকল্প নেই। নতুন সংবিধানে অবশ্যই ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি এবং বিকেন্দ্রীকরণকে নিশ্চিত করতে হবে।
এ সময় তিনি গণপরিষদ নির্বাচনেরও দাবি জানান। আখতার অভিযোগ করেন, জুলাই যোদ্ধা ও শহীদদের পরিবারের শতভাগ দায়িত্ব নিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। তিনি তাদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানান।