নজরুলের কবিতা-গানে অনুপ্রাণিত হয়ে চব্বিশের অভ্যুত্থানে প্রাণ দিয়েছে ছাত্র-জনতা: এনসিপি

কাজী নজরুল ইসলামের কবিতা ও গানে অনুপ্রাণিত হয়ে চব্বিশের অভ্যুত্থানে নিজেদের প্রাণ দিয়েছে ছাত্র-জনতা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (২৪ মে) রাতে এক বিবৃতিতে এসব কথা জানায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে জাতীয় কবিকে স্মরণ করে দলটি।

বিবৃতিতে উল্লেখ করা হয় হয়, ১৯৪৭ সালের উপনিবেশবিরোধী সংগ্রাম থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ ২৪-এর অভ্যুত্থানে— এই জনপদের ঐতিহাসিক সংগ্রামে কাজী নজরুল ইসলাম হাজির ছিলেন অনুপ্রেরণার বাতিঘর হয়ে।

এ জনপদের মানুষের রাজপথের সংগ্রাম থেকে উৎসব-পার্বণ সর্বত্রই তিনি এখনও প্রাসঙ্গিক। আধিপত্যবাদী ও আগ্রাসনবাদী জুলুম-শোষণের বিরুদ্ধে লড়াকু মুসলিম ও নিম্নবর্গের হিন্দুদের সাম্প্রদায়িক সম্প্রীতির বাঁধনে বেধেছিলেন তিনি। তার কবিতা ও গানে অনুপ্রাণিত হয়ে চব্বিশের অভ্যুত্থানে ছাত্র-জনতা ক্ষমতা প্রতিষ্ঠায় নিজেদেরকে কোরবানি দিয়েছে।

‘কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ/ এ তুফান ভারী দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।’— নজরুলের কবিতার লাইনগুলো উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আজও প্রাসঙ্গিক নজরুলের এই অমর সৃষ্টি।