তত্ত্বাবধায়ক নয়, নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ তদারকি সরকার চায় সিপিবি

তত্ত্বাবধায়ক নয়, নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ তদারকি সরকার চায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সেই সরকারের রুটিন কাজ হবে জাতীয় সংসদ নির্বাচন করা, স্থানীয় নির্বাচন করা তাদের কাজ নয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের এগারোতম সংলাপের প্রথম দিনের মধ্যাহ্নে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, স্থানীয় নির্বাচন করবে নির্বাচিত সরকার। একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্পন্ন করাই হবে নির্বাচনকালীন সরকারের কাজ। অতীতে দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার মূল কাজের বাইরেও অতিরিক্ত কাজে জড়িয়ে দীর্ঘদিন থাকার চেষ্টা করেছে। এতে সমস্যা আরও বেড়ে যায়। তাই আমরা নাম পরিবর্তনের কথা বলেছি।

তিনি বলেন, প্রধান বিচারপতি নিয়োগ যেন স্বচ্ছ হয়। এখনও অতীতের মতো বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। সর্বশেষ ২৩ জন বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। আলোচনা দীর্ঘায়িত না করার আহ্বান জানান তিনি।