গুজব রটানোয় অজ্ঞাত ১০ হাজার জনের বিরুদ্ধে ‘নগদ’ এর মামলা

সরকার ও ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে অজ্ঞাত ১০ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ‘নগদ’। সংঘবদ্ধ অপপ্রচার রোধ এবং এ বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার সিএমএম আদালতে মামলাটি করা হয়। এক প্রেস রিলিজের মাধ্যমে নগদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, মামলার নম্বর ২৪৯/২১। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২০ এপ্রিলের মধ্যে তাদের এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

নাম প্রকাশে না করার শর্তে নগদের একজন কর্মকর্তা বলেন, ‘সরকারি কোম্পানি হওয়ায় সরকার ও সরকারি সেবার বিষয়ে কেউ চক্রান্ত করলে ‘নগদ’ সবসময় তার বিরুদ্ধে দাঁড়াবে। তাছাড়া মাত্র দুই বছরের মধ্যেই যেহেতু ‘নগদ’-এর সুনাম দেশ এবং দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে, তাই অনেকেই এখন এটি সহ্য করতে না পেরে চক্রান্তে নেমে পড়েছে।’