ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা দেবে টেলিটক

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (ইউআইইউ) সাশ্রয়ী মূল্যে ইন্টারনেটসহ বিভিন্ন করপোরেট সেবা দেবে টেলিটক বাংলাদেশ লিমিটেডের (টিবিএল)। এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) ইউআইইউ ভবনের সভা কক্ষে ছিল এই আয়োজন।

চুক্তিতে সই করেন ইউআইইউ’র রেজিস্ট্রার প্রফেসর এ এস এম সালাহ উদ্দিন এবং টিবিএল-এর অতিরিক্ত মহাব্যবস্থাপক মো. সাইফুর রহমান খান (করপোরেট সেলস অ্যান্ড আইবি)। এরপর উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সেবা সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানে ইউআইইউ’র পক্ষে আরও ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া, প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম রেজওয়ান খান এবং ট্রেজারার প্রফেসর ড. মীর ওবায়দুর রহমান। টিবিএল-এর পক্ষে ছিলেন করপোরেট সেলস শাখার উপ-ব্যবস্থাপক শহীদুল ইসলাম এবং সহকারী ব্যবস্থাপক কাজী মোহাম্মদ এহসান।