মীনা বাজারের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজির চুক্তি স্বাক্ষর

দেশের অন্যতম রিটেইল সুপারশপ মীনা বাজার ধানমন্ডিতে অবস্থিত হেড অফিসে তার দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি চুক্তিপত্র সোমবার স্বাক্ষর করেছে। ৪ হাজার ৮০০ বর্গফুট জায়গা নিয়ে সাভারের থানা রোডে খুব শিগগিরই এই আউটলেটটি কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

বাংলাদেশের রিটেইল সুপারশপ শিল্পের অন্যতম পথিকৃৎ হলো মীনা বাজার। ২০ বছর ধরে এটি ১০ হাজারের বেশি পণ্য নিয়ে সুপারস্টোরের মাধ্যমে উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করে আসছে। বর্তমানে ১৫টি আউটলেট নিয়ে ঢাকা ও চট্টগ্রামে লক্ষাধিক গ্রাহককে সেবা দিচ্ছে।

গ্রাহক সেবার ব্যাপ্তিতে ঢাকা শহরের বিভিন্ন অংশে; চট্টগ্রাম, খুলনা, যশোর, নারায়নগঞ্জ ও কুমিল্লাসহ সারাদেশের বিভাগীয় প্রধান শহরে এ বছরই আরও ২০টি নিজস্ব আউটলেট এবং উল্লেখযোগ্য সংখ্যক ফ্র্যাঞ্চাইজি খোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মীনাবাজার কর্তৃপক্ষ সারাদেশে বর্তমানে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিদের মীনাবাজারের অংশীদার হতে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছে।  

অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজি চুক্তিপত্রে স্বাক্ষর করেন ফ্র্যাঞ্চাইজির প্রধান এবং মীনা বাজারের সিইও শাহীন খান। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সপ্যানশন প্রধান, জেনারেল ম্যানেজার মো. রাজিবুল হাসান, হেড অব অপারেশনস শামীম আহমেদ জায়গীরদার, হেড অব সাপ্লাই চেইন আবু রায়হান ভূঁইয়া আলবেরুনী, লিগ্যাল ম্যানেজার রাজিব আলম, ব্র্যান্ড ম্যানেজার তাসনিম হোসেন, ফিন্যান্স ও অ্যাকাউন্টসের সিনিয়র ম্যানেজার রাহী আলাউল রাইহানসহ উভয়পক্ষের কর্মকর্তারা।