ট্রেনের টিকিট কিনে ‘নগদ’ পেমেন্ট মিলছে ১০ শতাংশ ক্যাশব্যাক

বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল সাইট কিংবা ‘রেল সেবা’ অ্যাপ থেকে ট্রেনের টিকিট কিনে ‘নগদ’-এ বিল পরিশোধ করলে ১০ শতাংশ বা সর্বমোট ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’। শনিবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সেবাদাতা প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভি ও ‘নগদ’-এর মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়েছে। অফারটি চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। ক্যাশব্যাক অফারের সব শর্ত পূরণ সাপেক্ষে যাত্রীরা অফারটি উপভোগ করতে পারবেন। 

এ বিষয়ে ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, ‘মানুষের জীবন ঝামেলাহীন করতে ট্রেনের টিকিট কেনার সেবা নিয়ে এসেছে ‘নগদ’। এখন থেকে ‘নগদ’-এর মাধ্যমে কেনা যাবে ট্রেনের টিকিট। ঈদে ঘরমুখো মানুষের জন্য ‘নগদ’-এর এই অফার ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে অনেকটা স্বস্তি দেবে।’