ইউল্যাব এমএসজে বিভাগের ‘শিক্ষানবিশ দিবস’ অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগে ‘এপ্রেন্টিসশিপ ডে স্প্রিং-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে ইউল্যাব রিসার্চ ভবনে ছিল এই আয়োজন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল এমএসজে বিভাগের নতুন শিক্ষার্থীদের শিক্ষানবিশ কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া।

নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উদ্বোধনী বক্তব্য দেন এমএসজে বিভাগের প্রধান ডক্টর জুড উইলিয়াম হেনিলো। তিনি এমএসজে বিভাগের গতানুগতিক তাত্ত্বিকতা বাদ দিয়ে হাতে-কলমের শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়ার দিকটি বিশেষভাবে তুলে ধরেন এবং শিক্ষানবিশ কার্যক্রমগুলো অনুশীলনের মাধ্যমে কীভাবে দক্ষতা আরও বিকশিত করা যায় তা উল্লেখ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনগুলো থেকেই আপনারা সরাসরি মিডিয়া অনুশীলনকারীদের কাছ থেকে শেখার সুযোগ পাচ্ছেন। এটাই শিক্ষানবিশ কার্যক্রমের সৌন্দর্য।’

এরপর পুরাতন শিক্ষার্থীরা ধারাবাহিকভাব তাদের পূর্ববর্তী কার্যক্রমের ওপর বিভিন্ন ভিডিও স্ক্রিনিং এবং প্রেজেন্টেশনের মাধ্যমে যার যার শিক্ষানবিশ প্রোগ্রামগুলোর একটি ধারণা দেন।

শেষে এমএসজে বিভাগের প্রধান ডক্টর জুড উইলিয়াম হেনিলো দ্বারা প্রতিটি প্রোগ্রামের গত সেমিস্টারের সেরা সদস্যদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।