নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো ইউল্যাব

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক কায়সার হক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুই বাংলার রবীন্দ্র গবেষকদের অন্যতম অধ্যাপক সৈয়দ আকরম হোসেন। তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের জ্ঞানগত এবং শিল্পগত বিকাশ ঘটানোর দিকে মনোযোগ দিতে বলেন।

তিনি বলেন, ‘মানুষের বিদ্যার বিকাশ এবং চিত্তের বিকাশ দুটোই সমানভাবে দরকার। বর্তমান পুঁজিবাদী বিশ্ব মানুষের চিত্তের বিকাশকে গুরুত্ব না দেওয়ায় নানা সংকট তৈরি হচ্ছে।’ শিক্ষার্থীরা যেন দুই ধরণের শিক্ষায় নিজেদের নিয়োজিত করে সে দিকে তিনি দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি পশ্চিমবাংলার কবি ও অনুবাদক গৌতম গুহরায় নবীনদের স্বাগত জানান। শিক্ষার্থীদের গতি ও প্রগতির দিকে ধাবিত হওয়ার আহ্বান জানান তিনি। নবীনদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শারমিনুর নাহার।

অনুষ্ঠানে কবিতা, গান ও নাচ পরিবেশন করেন বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের উপদেষ্টা অধ্যাপক শামীম রেজার শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।