ইউল্যাবে রক্তদান কর্মসূচি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) রক্তদান শিবির স্থাপন ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। গত ১৫ ও ১৬ অক্টোবর ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। ইউল্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব (ইউএসডব্লিউসি) ও রিদম ব্লাড ব্যাংক যৌথভাবে এ কর্মসূচি পরিচালনা করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচির প্রথম দিনে ইউল্যাবের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। ইউল্যাব অনুষদ, শিক্ষার্থী এবং সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সাধারণ সদস্যরা রক্তদান শিবির পরিদর্শন করেন। স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচিতে অংশগ্রহণ করেন অনেকেই। ইউএসডব্লিউসি এবং রিদম ব্লাড ব্যাংক রক্তদান শিবিরে বিনামূল্যে রক্ত নির্ধারণ ও চিকিৎসা সেবা কার্যক্রমের ব্যবস্থাও করে।

দুই দিনব্যাপী কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মোট ৭০ ব্যাগ রক্ত সফলভাবে সুরক্ষিত করা হয়।