আইসিএমএবি বেস্ট করপোরেট গোল্ড অ্যাওয়ার্ড পেলো সোনালী ব্যাংক

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট করপোরেট গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে সোনালী ব্যাংক। ২০২২ সালে সব সূচকে ভালো অর্জনের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করায় সোনালী ব্যাংক এ পুরস্কার পায়। 

মঙ্গলবার (৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আফজাল করিমের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল- ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে আইসিএমএবির প্রেসিডেন্ট মো. আব্দুর রহমান খানসহ পুরস্কারপ্রাপ্ত বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের নির্বাহীরা উপস্থিত ছিলেন।

জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে ২০০৭ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে আইসিএমএবি।