আবারও শীর্ষ ভ্যাটদাতার তালিকায় ‘নগদ’

যাত্রা শুরুর তৃতীয় বছরেই দেশের শীর্ষ করদাতার তালিকায় চলে এসেছিল মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান ‘নগদ’। প্রতিষ্ঠানটি তার অগ্রযাত্রা ধরে রেখে আবারও শীর্ষ ভ্যাটদাতাদের তালিকায় এসেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবা খাতে ২০২২-২৩ অর্থবছরে দেশের অন্যতম সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে নগদের নাম ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রতি বছরের মতো এবারও ১০ ডিসেম্বর ভ্যাট দিবস পালন করা হবে। এ দিন এক অনুষ্ঠানের মাধ্যমে নগদসহ অন্যান্য সেরা করদাতাদের হাতে পুরস্কার তুলে দেবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

বিদায়ী অর্থবছরে এনবিআর উৎপাদন খাত, ব্যবসা খাত এবং সেবা খাতে তিনটি করে মোট ৯টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত করা হবে।

নগদের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক বলেন, ‘সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পাওয়ার জন্য আমরা কাজ করিনি। নগদ কাজ করেছে গ্রাহক সুবিধা নিশ্চিত করার জন্য। সেটি করতে পেরে আমরা খুশি। এই পথে এমন পুরস্কার আমাদের আরও অনুপ্রাণিত করবে।’