দেশের সেরা উদীয়মান ব্র্যান্ডের স্বীকৃতি পেলো ‘নগদ’

দেশের সেরা উদীয়মান ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’। দেশের বিভিন্ন প্রান্তের ১০ হাজার গ্রাহকের ওপর বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং গবেষণা প্রতিষ্ঠান এনসার্চ লিমিটেডের জরিপের ফলাফলের ভিত্তিতে এই স্বীকৃতি অর্জন করলো প্রতিষ্ঠানটি।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এক অনুষ্ঠানে নগদের হাতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। রাজধানীর একটি হোটেলে ছিল এ আয়োজন। নগদের পক্ষে চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ ও চিফ কমার্শিয়াল অফিসার মো. সিহাব উদ্দীন চৌধুরী এবং প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা সম্মাননা গ্রহণ করেন।

গত তিন বছর ধরে ব্র্যান্ড ইকুইটি ইনডেক্সে ধারাবাহিকভাবে উত্থানের কারণেই নগদ এই স্বীকৃতি অর্জন করেছে বলে জানান ১৫তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

ব্র্যান্ড হিসেবে নগদের এই স্বীকৃতিকে গ্রাহকের ভালোবাসা হিসেবে দেখছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। তিনি বলেন, ‘দেশের সেরা উদীয়মান ব্র্যান্ড হতে পারাটা আমাদের জন্য সম্মানের, তবে এর চেয়ে বেশি দামি গ্রাহকের ভালোবাসা। দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদানের মাধ্যমেই কেবল সেটি অর্জন সম্ভব। গত সাড়ে চার বছরে সেই কাজটিই করার চেষ্টা চালাচ্ছি আমরা। ফল হিসেবে সাড়ে আট কোটি গ্রাহকের ভালোবাসাও ইতোমধ্যে পেয়েছি।’

দেশের সেরা উদীয়মান ব্র্যান্ডের স্বীকৃতি পাওয়ার পাশাপাশি সম্প্রতি ডিজিটাল মার্কেটিং এবং আরও অনেকগুলো বিভাগে সাফল্য দেখিয়েছে নগদ। এ বিষয়ে নগদ প্রধান তানভীর এ মিশুক বলেন, ‘এই পুরস্কারগুলো আমাদের টিমের কঠোর পরিশ্রম ও নিবেদন প্রমাণ করে। একইসঙ্গে বোঝা যায়, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে সৃজনশীলভাবে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে চলেছি।’