নগদে রিচার্জ করে ১০ হাজার টাকার শপিং

‘১০০ টাকা রিচার্জ করে ১০ হাজার টাকা পর্যন্ত শপিং’ মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’ এর এই অফারে অংশ নিয়েছেন কয়েক লাখ গ্রাহক। গত ৮ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অফারটি চলে। অশংগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে কয়েক জনকে বেছে নেওয়া হয়, যাদের সামনে আসে ১০ হাজার টাকা পর্যন্ত কেনাকাটার সুযোগ।

ভালোবাসা দিবস উপলক্ষে দেওয়া এই ক্যাম্পেইনে বিজয়ীদের জন্য কেনাকাটার আয়োজন করা হয় ১৪ ফেব্রুয়ারি। রাজধানীর একটি মিনিসো আউটলেটে এক মিনিট করে সময় দেওয়া হয় প্রতিযোগীদের। বিজয়ীরা নির্ধারিত সময়ের মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কেনাকাটা করেন।

বিজয়ীরা হলেন– রাব্বি আহমেদ, মোহিতুল ইসলাম, শাকিরা হাসান, সাবরিনা আক্তার উর্মি।

গ্রাহকদের জন্য শর্ত ছিল, এই এক মিনিটের মধ্যে তারা পছন্দ মতো কেনাকাটা করতে পারবেন। তবে সেই কেনাকাটার অঙ্ক ১০ হাজার টাকা পার করা যাবে না।

বিজয়ী সাবরিনা আক্তার উর্মী বলেন, ‘আমি নগদ থেকে প্রায়ই রিচার্জ করি। তার ভেতর থেকে এরকম একটা সুযোগ পেয়ে যাবো এটা কল্পনাও করিনি। আমি প্রথমে ভেবেছি, এটা বাস্তব না। পরে এখানে এসে কেনাকাটা করতে গিয়ে বিশ্বাস করেছি। এটা অসাধারণ একটা ব্যাপার।’

কেনাকাটার পর একই ধরনের প্রতিক্রিয়া জানান রাব্বি আহমেদ, মোহিতুল ইসলাম ও শাকিরা হাসান।

ক্যাম্পেইনের বিষয়ে নগদের ডিএমডি অ্যান্ড চিফ কমার্সিয়াল অফিসার সিহাব উদ্দীন চৌধুরী বলেন, ‘বাংলাদেশে এ ধরনের অফার নগদই প্রথম দিয়েছে। এর মাধ্যমে আমরা গ্রাহকদের সঙ্গে একটা দারুণ সময় পার করেছি। ক্যাম্পেইনে বিজয়ী গ্রাহকেরা এটাতে অংশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন।’