কর দিতে উৎসাহিত করতে চলছে প্রতিষ্ঠান পরিদর্শন

সরকারি রাজস্ব আদায়কে সমৃদ্ধ করতে আয়কর রিটার্ন দাখিল বাড়ানো জরুরি। আর এই উদ্দেশ্যকে সফল করতে দেশজুড়ে সব কর অঞ্চলেই চলছে রিটার্ন দাখিল উৎসাহিতকরণ কার্যক্রম। পাশাপাশি সম্প্রতি যেসব সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণক (পিএসআর) যাচাই করাকে বাধ্যতামূলক করা হয়েছে, তা প্রকৃত পক্ষে যাচাই করা হচ্ছে কিনা সেটাও তদারকি করা হচ্ছে এই কার্যক্রমে। আবার সঠিকভাবে উৎসে কর কর্তন (টিডিএস) করা হচ্ছে কিনা তাও কর অঞ্চলগুলো যাচাই করছে।

এরই ধারাবাহিকতায় স্বল্পমেয়াদি রাজস্ব আহরণ কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে রিটার্ন দাখিলের প্রমাণক (পিএসআর) যাচাই ও উৎসে কর কর্তন (টিডিএস) কার্যক্রম বাস্তবায়নে বিশেষ টিম গঠন করেছে কর অঞ্চল-১২, ঢাকা। রবিবার (৩ মার্চ) থেকে কাজ শুরু করেছে এই টিম। ঢাকার প্রধান সমন্বয়কারী, সহকারী কর কমিশনার মো. রেজাউল গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই টিম ৩ মার্চ সাভার উপজেলা, ধামরাই উপজেলা ও আশুলিয়া থানা এলাকায় কাজ শুরু করেছে। এই তিন উপজেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিকগুলোকে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে যাচাই ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।

জানা যায়, বিশেষায়িত এই টিমে মোট পরিদর্শকের সংখ্যা ছয় জন। তারা সংশ্লিষ্ট অঞ্চলে প্রথম দিন ২০টি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। প্রথম দফায় ছয় দিন পরিদর্শন কার্যক্রম অব্যাহতভাবে পরিচালিত হবে।

কর অঞ্চল-১২ এর কর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদারের নির্দেশে পিএসআর যাচাই ও সচেতনতামূলক কার্যক্রম পূর্ণ তদারকির জন্য সংশ্লিষ্ট কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-৪ মোনালিসা শাহ্‌রীন সুস্মিতা দায়িত্ব পালন করছেন। কার্যক্রমটির মাধ্যমে রাজস্ব আহরণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।