মীনা বাজারের ৩ গ্রাহক পেলেন নেপাল-কক্সবাজার-সিলেট ভ্রমণের সুযোগ

মীনা বাজারে বাজার করে প্রতিষ্ঠানটির তিন ক্রেতা পেয়েছেন কক্সবাজার, সিলেট এবং নেপাল ভ্রমণের সুযোগ। গত রোজার ঈদে মীনা বাজার এবং ইকরা হলিডেজ যৌথ উদ্যোগে একটি ক্যাম্পেইন পরিচালনা করে। এই ক্যাম্পেইনের তিন বিজয়ীর হাতে সম্প্রতি কক্সবাজার, সিলেট এবং নেপাল ভ্রমণের টিকিট তুলে দেওয়া হয়েছে। রবিবরা (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন জনের মধ্যে প্রথম বিজয়ী এসএএম শওকত হোসাইন নেপালে চার দিন তিন রাতের ট্যুর প্যাকেজ, দ্বিতীয় বিজয়ী মো. আসাদ কক্সবাজারে এক রাত থাকার সুযোগ এবং তৃতীয় বিজয়ী আবু ইসহাক হোসাইন শ্রীমঙ্গলে এক রাত থাকার সুযোগ পেয়েছেন।

এছাড়া মীনা বাজারের গ্রাহকরা ক্যাম্পেইন চলাকালীন সময়ে ২ হাজার ৫০০ টাকার বাজার করে ১ হাজার টাকার ইকরা হলিডেজের কুপন ফ্রি উপভোগ করেছেন। মীনা বাজারের গিফট ভাউচার উপভোগ করেছেন ইকরা হলিডেজের ৫০ জন ক্রেতা।

গেলো কোরবানির ঈদেও গ্রাহকদের একই সেবা দিয়েছে ঈদে মীনা বাজার।