ক্রিকেট পাগল জাতি হিসেবে এক নম্বর ভারত। ক্রিকেট নিয়ে তাদের পাগলামী পুরো বিশ্বই কম বেশি জানে! এমন ক্রিকেট পাগল জাতির ক্রিকেটাররা যেখানে লড়াই করেন, সেখানকার চিত্র চরম হতাশার!
ভারতের বেশিরভাগ ভেন্যুতে গিয়েই সংবাদকর্মীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। হায়দরাবাদও তার ব্যতিক্রম নয়। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবস্থা আরও করুণ! স্টেডিয়াম মনোমুগ্ধকর হলেও মিডিয়া ফ্যাসিলিটিস অত্যন্ত নিম্নমানের।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্টের আয়োজক হয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। টেস্ট প্রাপ্তির পর ভারতে বাংলাদেশের প্রথম টেস্ট বলে সেটি ঐতিহাসিক স্বীকৃতিও পেয়েছে। কিন্তু এমন ঐতিহাসিক ম্যাচে প্রেসবক্সে যেমন সুবিধা থাকার কথা-ঠিক তেমনটি নেই এখানে। তাই বাংলাদেশ থেকে আসা সংবাদ কর্মীদের পড়তে হয়েছে চরম ভোগান্তির মধ্যে।
যেখানে মূল সমস্যা ইন্টারনেটের সংযোগ নিয়েই। আর ম্যাচের দিন যে বিপাকে পড়তে হবে-এটা আগের দিনই অনুমান করা গিয়েছিল। ম্যাচ প্রিভিউর দিনে প্রেসবক্সে বসেও ইন্টারনেট সংযোগ পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে সংবাদকর্মীদের। পরে ইন্টারনেট মিললেও নিরবচ্ছিন্ন সেবা মেলেনি। সবার আশা ছিল টেস্ট শুরুর দিনে সমস্যা মিটে যাবে! কিন্তু বৃহস্পতিবারের টসের পর অবস্থা আরও বাজে হয়ে দাঁড়ায়। ইন্টারনেটের লাইন এই আছে তো এই নেই। আর এই সমস্যার কথা শোনানোর মতোও কাউকে পাওয়া গেল না। তাই ব্যক্তিগত ইন্টারনেট সংযোগ দিয়েই অনেক সাংবাদিককে কাজ করতে হয়েছে। কারও কারও মোবাইল সংযোগ না থাকায়, তাদের বসে থাকতেই হয়েছে ইন্টারনেটের আশাতেই!
এই অবস্থার মাঝেই স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে জানানো হল ইন্টারনেটের সংযোগ কাটা পড়েছে। এক ঘণ্টা সময় লাগবে। কিন্তু এক ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত (স্থানীয় সময় দেড়টা) ইন্টারনেট সংযোগ আসেনি। কখন আসবে সেটাও কেউ বলতে পারছেন না।
আরও জানা গেল ইন্টারনেট সংযোগের ব্যাপারটি মূলত যিনি দেখেন কার্ড না হওয়ায় তিনি মাঠেই ঢুকতে পারেননি!
শুধু তাই নয়, সাধারণ নিয়ম অনুযায়ী টস হওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিকদের খেলোয়াড় তালিকা সরবরাহ করে আয়োজকদের মিডিয়া উইং। কিন্তু এদিন টস হওয়ার এক ঘণ্টা পর সেই তালিকা হাতে পান সাংবাদিকরা। যদিও সেখানে ছিল না বাংলাদেশের কোনও তালিকা!
এদিকে স্থানীয় সময় তিনটার দিকে আয়োজকরা দুঃখ প্রকাশ করেছে অব্যবস্থাপনার জন্যে। তারা জানিয়েছে, ক্যাবল কাটা পড়াতেই এই সমস্যা। আশা প্রকাশ করে তারা বলেছেন, কাল থেকে ঠিক হয়ে যাবে সবকিছু।
/আরআই/এফআইআর/