X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

হারের বৃত্ত ভেঙে সিরিজ বাঁচানোর মিশনে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৫, ০৮:০২আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৮:০২

প্রথম ওয়ানডেতে ৫ রানে ৭ উইকেটের হারিয়েছিল বাংলাদেশ। ওই রেশ না কাটতেই শনিবার আরও একটি ম্যাচ খেলতে নামছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। টানা সাত ম্যাচ জয়হীন বাংলাদেশ। আজ হারের বৃত্তটা ভেঙে সিরিজ বাঁচানোর মিশনে নামবে মিরাজ-শান্তরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশের সময় বেলা তিনটায় শুরু হবে। 

ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের ফরম্যাট। পঞ্চাশ ওভারের খেলা ক্রিকেটাররা ভালো বোঝেন এবং ভালোই খেলেন। কিন্তু এখন সেই পছন্দের ফরম্যাটেই বাংলাদেশের পারফরম্যান্স ভালো যাচ্ছে না। শেষ সাত ওয়ানডেতে জয়হীন তারা। এর মধ্যে একটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়, বাকি সব ম্যাচেই দলই হেরে গেছে। ফলে ওয়ানডেতে বাংলাদেশের অবস্থান এখন শঙ্কাজনক। আজ আরও একটি ম্যাচ খেলতে নামছে লাল-সবুজ জার্সিধারীরা। এই ম্যাচে হারের বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ সফরকারীদের সামনে।

তবে যে ফরম্যাটেই হোক না কেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বড় সমস্যার নাম ব্যাটিং। লম্বা সময় ধরেই ব্যাটিং ভোগাচ্ছে পুরো দলকে। বোলিং-ফিল্ডিং ভালো হলেও ব্যাটিং হচ্ছে না ঠিকঠাক। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাখ্যাতীত ব্যাটিংয়ের পর বাংলাদেশ দল আজ কেমন করে সেটি দেখতে মুখিয়ে বাংলাদেশি ভক্তরা। ওপেনার তানজিদ হাসান তামিম আগের ম্যাচে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সতীর্থদের তিনি বার্তা দিয়ে রাখলেন কীভাবে সফল হওয়া যায়, ‘এখানকার উইকেট নতুন ব্যাটারদের জন্য কঠিন থাকে। একটাই বার্তা থাকবে সবার প্রতি। যারা নতুন ব্যাটার হিসেবে যাবে, তাদের উচিত সময় নিয়ে ব্যাট করা। যারা উইকেটে সেট থাকবে, তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে ম্যাচটা বের না হওয়া পর্যন্ত।’

প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিতে ভূমিকা রেখেছেন লঙ্কান দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিস। এ নিয়ে দলের মধ্যে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন জুনিয়র তামিম। দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে এসে বাঁহাতি ওপেনার জানিয়েছেন, ব্যাটিং ধস রুখতে কোচ ফিল সিমন্সের টোটকা পাওয়ার কথা, ‘প্রথম ম্যাচ হেরে আমরা লম্বা একটা টিম মিটিং করেছি। কোচ সেখানে আমাদের কিছু তথ্য দিয়েছেন। বিশেষ করে বলেছেন যারা ব্যাটিংয়ে সেট হবে, তাদের ইনিংসটা যতটা সম্ভব লম্বা করতে হবে। কারণ এই উইকেটে নতুন ব্যাটারের জন্য শুরুটা খুব কঠিন। ওদের দলে হাসারাঙ্গা আর কামিন্দুর মতো টপ কোয়ালিটি স্পিনার আছে। উইকেটে গিয়ে তাদের বিরুদ্ধে রান তোলা সহজ নয়।’

বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে একাধিক পরিবর্তনের সম্ভবনা রয়েছে। সিরিজে ফেরার এই ম্যাচে একাদশে নাও থাকতে পারেন দলের সেরা পেসার তাসকিন আহমেদ। প্রথম ওয়ানডের একাদশে না থাকা লেগ স্পিনার রিশাদ হোসেন ফিরতে পারেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ইনজুরি ম্যানেজমেন্টের অংশ হিসেবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তাসকিনকে বিশ্রাম দেওয়া হতে পারে। তিনি না খেললে তার জায়গায় নাহিদ রানা আসবেন। আর তানভীরের বদলে দেখা যেতে পারে রিশাদকে। প্রথম ওয়ানডে ম্যাচের আগে পেটের অসুখে পড়েন লেগ স্পিনার রিশাদ। 

এছাড়া উইকেট কিপার ব্যাটার লিটন দাস হয়তো আরও একটি সুযোগ পেতে পারেন, যার শেষ আট ইনিংসে রান যথাক্রমে – ৬, ১*, ০, ০, ২, ৪, ০, ০। এমন বাজে পারফরম্যান্সের পরও দ্বিতীয় আরেকটি সুযোগ মিলছে তার। তবে তিনি খেললেও মিডল অর্ডারে খেলবেন না, হয়তো ওপেনিংয়ে খেলানো হতে পারে!

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
ব্যাটারদের লম্বা ইনিংস খেলতে হবে: তানজিদ
শ্রীলঙ্কায় দ্বিতীয় ওয়ানডের আগের দিন লন্ডনে গেলেন সিমন্স
সমর্থকদের ‘সরি’ বলেছেন তাসকিন
সর্বশেষ খবর
মোহাম্মদপুরে ‘ভাইরাল আলভি’সহ ৪ জন গ্রেফতার
মোহাম্মদপুরে ‘ভাইরাল আলভি’সহ ৪ জন গ্রেফতার
গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন: নাহিদ ইসলাম
গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন: নাহিদ ইসলাম
ডর্টমুন্ডের বিপক্ষে রিয়ালের প্রথম একাদশে কি থাকবেন এমবাপ্পে?
ক্লাব বিশ্বকাপডর্টমুন্ডের বিপক্ষে রিয়ালের প্রথম একাদশে কি থাকবেন এমবাপ্পে?
রানওয়েতে বিকল বিমান, শাহ আমানতে ২ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ
রানওয়েতে বিকল বিমান, শাহ আমানতে ২ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ
সর্বাধিক পঠিত
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা