বড় লক্ষ্য তাড়ায় ইতিহাস সঙ্গ দিচ্ছে মাশরাফিদের

260821.3৩১১ রানের বড় সংগ্রহ গড়েছে শ্রীলঙ্কা। এই বড় স্কোর বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জের। যদিও ইতিহাস সঙ্গ দিচ্ছে মাশরাফিদের। টাইগাররা গত বিশ্বকাপে ৩১৮ রানের লক্ষ্য তাড়া করেও জিতেছিল স্কটল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচ জিতেছে ১০২টি। তার মধ্যে ৫৪টি ম্যাচ জিতেছে পরে ব্যাটিং করে। তাই এমন পরিসংখ্যানেও স্বপ্ন দেখতে পারে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

এরমধ্যে ৩০০ প্লাস রান চেজ করে জেতার রেকর্ড আছে তিনটি। বুলাওয়তে জিম্বাবুয়ের বিপক্ষে ৩১২ এবং ২০১৩ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০৭ রান চেজ করে জিতেছিল লাল-সবুজরা।

তবে শঙ্কার বিষয়ও যে থাকছে না, বিষয়টি তেমন নয়। ২০১৪ সালে আগে ব্যাটিং করা ভারত বাংলাদেশকে ১০৬ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল। কিন্তু অত সহজ টার্গেটও টপকাতে পারেনি টাইগাররা। মাত্র ৫৮ রানে অলআউট হলে লজ্জাজনকভাবে হার মানতে হয়েছে মুশফিকদের।

সবিকিছু মিলিয়ে পরিসংখ্যান দিয়ে বাংলাদেশ ম্যাচ জিতবে কিনা-বিষয়টি নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশকে জিততে হলে দলেল টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। তবেই কেবল বিদেশের মাটিতে পঞ্চমবারের মতো ওয়ানডে সিরিজ জেতা সম্ভব হবে।

/আরআই/এফআইআর/