দক্ষিণ আফ্রিকায় দল কিনেছে আইপিএল-পিএসএল ফ্র্যাঞ্চাইজি

দক্ষিণ আফ্রিকায় দল কিনেছে আইপিএল-পিএসএল ফ্র্যাঞ্চাইজিজনপ্রিয় লিগগুলোতে মুগ্ধ হয়ে টি-টোয়েন্টি লিগ চালু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। যেখানে দল কিনেছে আইপিএল ও পিএসএল-এর দুই ফ্র্যাঞ্চাইজি। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে দুজন, হংকং ও দুবাই থেকে একজন করে ব্যবসায়ী এই লিগের ফ্র্যাঞ্চাইজি কিনেছেন। আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ডেয়ার ডেভিলস নিজেদের আন্তর্জাতিক বাজারে পরিচিত করতেই দক্ষিণ আফ্রিকান লিগে দল কিনেছে। আর পাকিস্তান সুপার লিগ থেকে একই উদ্দেশ্য নিয়ে দল কিনেছে লাহোর কালান্দার্স ও পেশাওয়ার জালমি।

শাহরুখ খানের মালিকানাধীন কেকেআর সিপিএলেও দল কিনে রেখেছে। আর দক্ষিণ আফ্রিকান গ্লোবাল টি-টোয়েন্টি লিগে তাদের দল থাকছে দ্য কেপ টাউন ফ্র্যাঞ্চাইজির নামে। এছাড়া দিল্লি কিনেছে জোহানেসবার্গ ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

পিএসএল থেকে আসা লাহোরের দল কিনছে ডারবানের আর জালমি কিনছে বেনোইয়ের ফ্র্যাঞ্চাইজি।

একনজরে দক্ষিণ আফ্রিকান গ্লোবাল টি-টোয়েন্টির দল

ফ্র্যাঞ্চাইজি----মালিক--------আইকন ক্রিকেটার

ডারবান------ফাওয়াদ রানা-------হাশিম আমলা

বেনোই-------জাভেদ আফ্রিদি------কুইন্টন ডি কক

প্রিটোরিয়া-----ওসমান ওসমান------এবি ডি ভিলিয়ার্স

স্টেলেনবোশ----মুশতাক ব্রে--------ফাফ দু প্লেসিস

কেপ টাউন----শাহরুখ খান-------জেপি ডুমিনি

ব্লোয়েমফন্টেইন---সুসিল কুমার------ডেভিড মিলার

জোহানেসবার্গ----জিএমআর স্পোর্টস--কাগিসো রাবাদা

পোর্ট এলিজাবেথ--অজয় শেঠি-------ইমরান তাহির

/এফআইআর/