১৯৭৮ সালের পর এমনটি করলেন কন্তা!

Untitledব্রিটিশদের হয়ে দীর্ঘদিনের আক্ষেপ ঘোচালেন জোহানা কন্তা। ১৯৭৮ সালের পর উইম্বলডনের সেমিফাইনালে নাম লিখিয়েছেন ব্রিটিশ কোনও নারী। কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন সিমোনা হালেপকে।

টুর্নামেন্টে হালেপ ছিলেন দ্বিতীয় বাছাই আর কন্তা ছিলেন ষষ্ঠ। আর সেই ম্যাচে কন্তা জিতে নিয়েছেন ৬-৭ (২-৭) ৭-৬ (৭-৫) ৬-৪ গেমে।

দীর্ঘ দিন পর ব্রিটিশদের হয়ে এমন কীর্তি গড়ে অনেকটাই উচ্ছ্বসিত কন্তা। তার অনুভূতিতেই বোঝা গেল তেমনটা, ‘আমি সব সময়ই বড় স্বপ্ন দেখতাম। আর নিজের ওপরও আত্মবিশ্বাস ছিল। তবে আমি করণীয়তেই বিশ্বাসী। তাই স্বপ্ন দেখায় সময় বেশি দেই না। তবে আমার কাজের প্রতি লক্ষ্য থাকে।’

আর দুটি ম্যাচ জিতলেই সাবেক ব্রিটিশ তারকা ওয়েডের পাশে বসবেন কন্তা। তাই স্বদেশির প্রতি আলাদাভাবেই অনুভূতি প্রকাশ করলেন ৭২ বছর বয়সী ও ১৯৭৭ সালের বিজয়ী এই তারকা, ‘আমি সত্যিই ওর জন্য আনন্দিত। আর এটাও জানি কী পরিমাণ চাপটা নিতে হয়।’

সেমিফাইনালে তার প্রতিপক্ষ উইম্বলডনে সেঞ্চুরি ম্যাচ জেতা ভেনাস উইলিয়ামস।

/এফআইআর/