প্রথমবার উইম্বলডনের ফাইনালে চিলিচ

প্রথমবার উইম্বলডনের ফাইনালে চিলিচউইম্বলডনে ইতিহাস গড়লেন ক্রোয়েশিয়ার মারিন চিলিচ। চার সেটের লড়াইয়ে জয় পেয়ে ফাইনালে পৌঁছেছেন সপ্তম বাছাই। সেমিফাইনালের লড়াইয়ে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের তারকা স্যাম কুইরিকে।

প্রায় তিন ঘণ্টার লড়াইয়ে চিলিচ জয় পেয়েছেন লড়াই করেই। জিতেছেন ৬-৭ (৬-৮), ৬-৪, ৭-৬ (৭-৩), ৭-৫ গেমে। ফাইনালে মুখোমুখি হবেন রজার ফেদেরার ও টমাস বার্ডিচের মধ্যকার ম্যাচের বিজয়ীর সঙ্গে।

এর আগে ২০১৪ সালে ইউএস ওপেন জেতার পর দ্বিতীয়বার কোনও গ্র্যান্ড স্লাম ফাইনালে গেলেন চিলিচ। তাই এমন কীর্তি অবিশ্বাস্য ঠেকছে তার কাছে, ‘এটা সত্যি অবিশ্বাস্য। টুর্নামেন্ট যতই গড়িয়েছে আমি আমার সেরা টেনিসটাই খেলছি।’

প্রতিপক্ষ স্যামকে প্রথম সেটে সামলানো কঠিন ছিল চিলিচের পক্ষে। সেটা নিজের মুখেই জানালেন তিনি, ‘স্যাম কিন্তু উঁচু মাত্রার টেনিস খেলেছে। বিশেষ করে প্রথম সেটে ও কিন্তু দুর্দান্ত ছিল।’

/এফআইআর/